শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

What is mean the meaning and understood by digital marketing

Online learning

 What is mean the meaning  and understood by digital marketing in detail:


Digital Marketing

Digital marketing means marketing using digital platforms  within digital media Facebook, Instagram, Google, YouTube ,Twitter, LinkedIn etc.  Marketing of products or services to customers through digital media is called digital marketing
Almost everyone wants to see their website on the first page of the Google search engine so that their product or service reaches more people.  It promotes to more people. 
In a word, "marketing where the audience is greatest"
And in today's  we almost all know
The base of the audience is online   on Facebook Instagram Google YouTube Twitter LinkedIn etc

Search Engine Ranking: The search engine ranking factor is the search engine ranking factor that generally ranks a website on the first page of a search engine.  We usually see that if we search on Google or any other search engine with a keyword, 10 results are displayed on the first page.

বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

বসন্ত কাল : (SPRING)'

 বসন্তকাল : ইংরেজীতে বলা হয় Spring.

ফালগুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল ।

উত্তরের ঠাভা বাতাস বন্ধ হয়ে যায় এবং দক্ষিণের

বাতাস বইতে শুরু করে ফলে আবহাওয়াতে এক

নতুন মাত্রা বিরাজ করে ৷ অর্থ্যাৎ এসময় গরম

পড়ে না আবার বেশী ঠান্ডাও পড়ে না ৷ নাতিশিতোষ্ণ

অবস্থা বিরাজমান থাকে। শীতের শেষ প্রান্তে যে সমস্ত

গাছে পাতা একেবারে ঝরে যায় সে সমস্ত গাছে 

আবার নতুন পাতা জন্মাতে থাকে ৷ শিমুল, পদ্ম,

দোলন চাপা , জুঁই ইত্যাদি নানা রকম ফুল এই 

ঋতুতে ফুটে প্রকৃতিকে এক নতুন রুপ দিয়ে থাকে ৷

আমের  কুসুমের মন মাতানো গন্ধে প্রকৃতি এক নতুন

চন্দে থাকে ৷ প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায় , গাছ

এর ডালে ডালে কুকিলের গান শুনা যায৷ সব মিলিযে

বসন্তকে ঋতুর রাজা বলা হয় ৷

এসময় হালকা হালকা রোগব্যাধিও দেখা যায় ৷

যেমন : হাম, কলেরা, টাইফয়েড ইত্যাদি।

 বসন্তের অপরুপ সুন্দরে মুগ্ধ হয়ে অনেক কবি

সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন ৷ আমার প্রিয়

ঋতু বসন্তকাল ৷



শীতকাল : (WINTER )

 শীতকাল : ইংরেজিতে বলা হয় winter.

পৌষ ও মাঘ এই দুই মাস হল শীতকাল | এসময়

উত্তর দিক থেকে ঠান্ডা শীতল বাতাস বইতে থাকে ৷

প্রচন্ড শীতে ছোট বড় সবাই নানা রকমের শীতের

কাপড়  পড়ে ঘূরে বেড়ায়। ডালিয়া, গাঁদা সহ নানা রকম ফুল , নানা রকম তরিতরকারি এবং ফল আোপেল , কমলা, আংগুর ইত্যাদি) শীতকালে 

পাওয়া যায় ৷ এই সময় ঘরে ঘরে নানা রকমের

পিঠে তৈরি হয় ৷ শীতকালে রোগ ব্যাধি মানুষের

কম হয় ৷ সকালে ঘাসের ডগায় জমে থাকা

শিশিরের ওপর সূর্যের কিরণ পড়লে মুক্তা দানার 

মতো মনে হয় ৷

সব মিলিয়ে শীতকাল অনেকের কাছেই প্রিয়ঋতু I

হেমন্তকাল : (Late Autumm)

 হেমন্তকাল : - ইংরেজীতে বলা হয় Late Autumn.

কাৰ্ত্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল ৷

অনেকটা বৃষ্টিহীন শরতের শেষে কাঁশফুল যখন 

একেবারে নুইয়ে পড়ে তখন শুরু হয় হেমন্ত ৷ হেমন্তকালে বাংলার কৃষকদের ঘরে ঘরে শুরু 

হয় ফসল তোলার নবান্ন উৎসব | হেমন্তের

শুরুটা শরতের বিদায়ি আমেজে কিছুটা উষ্ণ

থাকে ৷ আর শেষের দিকে শীতের আগমনি বার্তা

দিয়ে থাকে ৷ সকাল বেলা শিশির ভেঁজা ধুর্বা ঘাস

প্রকৃতিতে এক নতুন মাত্রা যোগ করে মনকে

এক অপরুপ মহিমায় ভরে তোলে ৷


মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

শরতকাল : ( Autumn)

 শরতকাল : 

ভাদ্র ও  আশ্বিন এই দুই মাস হল শরতকাল ৷ ইংরেজীতে বলা হয় Autumn.

সৃগ্ধ কোমল মোলায়েম পরিবেশ নিয়ে বাংলাদেশে এই

ঋতু পদার্পন করে ৷ এ সময় তীব্র গরম থাকে না , প্রচন্ড ঝড় তোফানও থাকে না ৷ নীল আকাশে সাদামেঘের ছড়াছড়ি থাকে, মাঝে মাঝে সামান্য বৃষ্টিপাত হয৷ নদী নালা হাওর বিলে অল্প পানিতে 

দেখা যায় শাফলা ফুলের হাসি। এসময বকফুল, পদ্ধ,

কাঁশফুল, দোলন ইত্যাদি ফুল প্রকৃতিকে সাজিয়ে রাখে। 

এ সময়কার মনোরম দৃশ্যে মুগ্ধ হয়ে অনেক কবি 

শরতকাল নিয়ে অনেক কবিতা লিখে গেছেন ৷



ছয় ঋতুর নাম ইংরেজীতে

   বাংংলাদেশ ছয়টা ঋতুর দেশ |

আমাদের দেশে ছয়টা ঋতু প্রতি দুই মাস অন্তর 

পরিবর্তন হয়। যেমন: গ্রীষ্মকাল' , বৰ্ষাকাল, শরৎকাল '

হেমন্তকাল, শীতকাল ও বসন্তকাল ৷

ইংরেজী সহ ঋতুগুলোর ধারাবাহিক বর্ণনা:

১. গ্রীষ্মকাল : ইংরেজীতে বলা হয় Summer .

বৈশাখ ও জৈষ্ঠ এই দুই মাস গ্রীস্মকাল ৷ গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচুর গরম পড়ে ৷

২. বর্ষাকাল : ইংরেজীতে বলা হয় Reany season.আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল ৷

বর্ষাকালে আমাদের দেশে   প্রচুর পরিমাণে বৃষ্টিপাত .হয়। নদী নালা খাল বিল এ সময় পানিতে ভরে যায় ৷

                                                            চলমান :