বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

বসন্ত কাল : (SPRING)'

 বসন্তকাল : ইংরেজীতে বলা হয় Spring.

ফালগুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল ।

উত্তরের ঠাভা বাতাস বন্ধ হয়ে যায় এবং দক্ষিণের

বাতাস বইতে শুরু করে ফলে আবহাওয়াতে এক

নতুন মাত্রা বিরাজ করে ৷ অর্থ্যাৎ এসময় গরম

পড়ে না আবার বেশী ঠান্ডাও পড়ে না ৷ নাতিশিতোষ্ণ

অবস্থা বিরাজমান থাকে। শীতের শেষ প্রান্তে যে সমস্ত

গাছে পাতা একেবারে ঝরে যায় সে সমস্ত গাছে 

আবার নতুন পাতা জন্মাতে থাকে ৷ শিমুল, পদ্ম,

দোলন চাপা , জুঁই ইত্যাদি নানা রকম ফুল এই 

ঋতুতে ফুটে প্রকৃতিকে এক নতুন রুপ দিয়ে থাকে ৷

আমের  কুসুমের মন মাতানো গন্ধে প্রকৃতি এক নতুন

চন্দে থাকে ৷ প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায় , গাছ

এর ডালে ডালে কুকিলের গান শুনা যায৷ সব মিলিযে

বসন্তকে ঋতুর রাজা বলা হয় ৷

এসময় হালকা হালকা রোগব্যাধিও দেখা যায় ৷

যেমন : হাম, কলেরা, টাইফয়েড ইত্যাদি।

 বসন্তের অপরুপ সুন্দরে মুগ্ধ হয়ে অনেক কবি

সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন ৷ আমার প্রিয়

ঋতু বসন্তকাল ৷



কোন মন্তব্য নেই: