শরতকাল :
ভাদ্র ও আশ্বিন এই দুই মাস হল শরতকাল ৷ ইংরেজীতে বলা হয় Autumn.
সৃগ্ধ কোমল মোলায়েম পরিবেশ নিয়ে বাংলাদেশে এই
ঋতু পদার্পন করে ৷ এ সময় তীব্র গরম থাকে না , প্রচন্ড ঝড় তোফানও থাকে না ৷ নীল আকাশে সাদামেঘের ছড়াছড়ি থাকে, মাঝে মাঝে সামান্য বৃষ্টিপাত হয৷ নদী নালা হাওর বিলে অল্প পানিতে
দেখা যায় শাফলা ফুলের হাসি। এসময বকফুল, পদ্ধ,
কাঁশফুল, দোলন ইত্যাদি ফুল প্রকৃতিকে সাজিয়ে রাখে।
এ সময়কার মনোরম দৃশ্যে মুগ্ধ হয়ে অনেক কবি
শরতকাল নিয়ে অনেক কবিতা লিখে গেছেন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন