বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

হেমন্তকাল : (Late Autumm)

 হেমন্তকাল : - ইংরেজীতে বলা হয় Late Autumn.

কাৰ্ত্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল ৷

অনেকটা বৃষ্টিহীন শরতের শেষে কাঁশফুল যখন 

একেবারে নুইয়ে পড়ে তখন শুরু হয় হেমন্ত ৷ হেমন্তকালে বাংলার কৃষকদের ঘরে ঘরে শুরু 

হয় ফসল তোলার নবান্ন উৎসব | হেমন্তের

শুরুটা শরতের বিদায়ি আমেজে কিছুটা উষ্ণ

থাকে ৷ আর শেষের দিকে শীতের আগমনি বার্তা

দিয়ে থাকে ৷ সকাল বেলা শিশির ভেঁজা ধুর্বা ঘাস

প্রকৃতিতে এক নতুন মাত্রা যোগ করে মনকে

এক অপরুপ মহিমায় ভরে তোলে ৷


কোন মন্তব্য নেই: