শীতকাল : ইংরেজিতে বলা হয় winter.
পৌষ ও মাঘ এই দুই মাস হল শীতকাল | এসময়
উত্তর দিক থেকে ঠান্ডা শীতল বাতাস বইতে থাকে ৷
প্রচন্ড শীতে ছোট বড় সবাই নানা রকমের শীতের
কাপড় পড়ে ঘূরে বেড়ায়। ডালিয়া, গাঁদা সহ নানা রকম ফুল , নানা রকম তরিতরকারি এবং ফল আোপেল , কমলা, আংগুর ইত্যাদি) শীতকালে
পাওয়া যায় ৷ এই সময় ঘরে ঘরে নানা রকমের
পিঠে তৈরি হয় ৷ শীতকালে রোগ ব্যাধি মানুষের
কম হয় ৷ সকালে ঘাসের ডগায় জমে থাকা
শিশিরের ওপর সূর্যের কিরণ পড়লে মুক্তা দানার
মতো মনে হয় ৷
সব মিলিয়ে শীতকাল অনেকের কাছেই প্রিয়ঋতু I