শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন খুব সহজে.

বিকাশ একাউন্ট খোলার  নিয়মসমুহ :
কয়েকটি ধাপ  অনুসরণ  করিয়া বর্তমানে প্রায় সকল অপারেটরে গ্রাহকগণ  নিজের ফোনেই বিকাশ একাউন্ট খোলে ফেলতে পারেন।  বিকাশ অ্যাপ ডাউনলোড করে  ফোনের অ্যাপ থেকেই ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন নিচের  কযেকটি ধাপ অতিক্রিম  করে।
একাউন্ট খুলতে যা  যা লাগবে-
১। স্মার্টফোন
২। জাতীয় পরিচয়পত্র ৷ 


মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ..

১ | বিকাশ অ্যাপে লগিন করুন |লিংকটিতে প্রবেশ করে Register এ ক্লীক করুন ..

https://www.bkash.com/app?referrer=uuid%3DC1DD8FC1

২। একটি  অপারেটর বেছে  নিন।
৩ | মোবাইল নাম্বার অপশনে একটি মোবাইল নাম্বার দিন ।
৪ |মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে পরের  অপশনে যান।
৫ |শর্তাবলি দেখে সম্মতি দিন।
৬। মূল জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ ও পেছনের অংশের ছবি তুলুন। 
৭। ফোনের ক্যামেরা দিয়ে নিজের চেহারার ছবি  উটান ৷
৮। তথ্য সাবমিট করুন অপশনে ক্লীক করে এগিয়ে যান।
৯। ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে এস এম এস দ্বারা ৷
১০। এস এম এস আসার পর সঠিক জায়গায় বসিয়ে কনফার্ম করুন | এসএমএস টি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিন সেট করতে হবে। পিন সেট করতে অ্যাপে এসে পিন সেট করুন অপশনে ট্যাপ করে ৫ সংখ্যার পিন দিয়ে নিশ্চিত করুন।
১১। তারপর বিকাশ অ্যাপে লগইন করুন।

   



( আপনার গোপন পাস ওয়ার্ড  নিরাপদ রাখুন।)

নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ও বিকাশ একাউন্ট খুলতে পারবেন ৷

সেজন্য যা যা দরকার :
১। একটি মোবাইল ফোন
২। জাতীয় পরিচয় পত্র

 নিয়মাবলী:

১। এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করিয়া একাউন্ট খোলার জন্য অনুমতি দেবেন। 
২। আপনার নাম্বারে পাঠানো  OTP নাম্বারটি নেবেন। সঠিক অপশনে 
বসিয়ে ভেরিফিকেশন করুন |
Facebook ৩। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের ছবি তুলিবেন৷
৪। এজেন্ট হইতে কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন। 
৫। সফল রেজিস্ট্রেশন  হলে একটি কনফার্মেশন কোড এসএমএস  এ পাবেন। 

আপনার মোবাইল মেন্যু অ্যাক্টিভেট করতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন:
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
২ | বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নাম্বারটি প্রবেশ করান
৩৷ এক্টিভেট মোবাইল ম্যানু বেছে নিন .
৪। নিশ্চিত করার জন্য আপনার পিন নাম্বারটি পুনরায় প্রবেশ করান  |

পিন নাম্বার কাউকে দিবেন না

সকল ধাপ সঠিক ভাবে পার করিয়া আপনার মোবাইল নাম্বারটি একটি বিকাশ একাউন্ট নাম্বার হিসেবে গণ্য হইবে ৷আপনার বিকাশ একাউন্টির     দ্বারা প্রাথমিক ভাবে মোবাইল রিচার্জ, অ্যাড মানি এবং ক্যাশ ইন সেবা ব্যবহার করতে পারবেন ৷তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ দিনের মধ্যে আপনি “ক্যাশ আউট ”  মোবাইল রিচার্জ পেমেন্টসহ   অন্যান্য সেবা সমূহ  নিতে পারবেন ৷ একাউন্টটি পুরোপুরি  সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা বিকাশের সকল সেবা গ্রহণ করতে পারবেন। 

বিকাশ একাউন্ট করতে লিংকে ক্লিক করুন ..
    অ্যাপ ডাউনলোড ও সাইন আপ করতে ট্যাপ করুন: https://bka.sh/next?c=signup&uuid=C1DD8FC1

বিকাশ  সম্পর্কে মানুষ যা জানতে চাই?
 বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে ফেরত পাবো?
উত্তর :
ভুল নাম্বারে টাকা চলে গেলে   গেলে টাকা ফিরিয়ে আনার কোনো নিশ্চিত  সমাধান নেই তবুও  টাকা  যেই নাম্বারে  গিয়েছে উক্ত নাম্বারে কল করিয়া ভুল নাম্বারে টাকা চলে যাওয়ার বিষয়টি জানিয়ে টাকা ফেরত চাইতে পারেন। তবে দ্রুত বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করে সহযোগিতা চাইলে তারা সহযোগিতা প্রদান করিবে |

যদি বিকাশ এজেন্ট নাম্বারে  ভুলে  টাকা গিয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময়   সহজে টাকা ফেরত পাওয়া যায় | তবে এটাও নিশ্চিতভাবে  বলা যায়না।                     তাই ভালভাবে নাম্বার চেক করিয়া টাকা পাঠান


বিকাশের ক্যাশব্যাক কি সুদের অন্তর্ভূক্ত?


 ক্যাশ ব্যাক-এ যে টাকা টা সেটা কি সুদের অন্তর্ভুক্ত? এটা খরচ করা জায়েজ হবে?

উত্তর:
বিকাশ এবং তাদের বিজনেস্ পার্টনার ( যে সকল কোম্পানী বিকাশের সাথে চুক্তিবদ্ধ) বিভিন্ন ব্র্যান্ড, দোকান বা প্রতিষ্ঠানে বিকাশের মাধ্যমে লেনদেন করা হইলে তারা তৎক্ষণাৎ নির্ধারিত মূল্য থেকে কিছু টাকা ফেরত  প্রদান করিয়া থাকেন। এটাই  হল ক্যাশ ব্যাক।
উদাহরণস্বরূপ: আপনি যদি বিকাশের সাথে চুক্তিবদ্ধ কোন দোকান বা প্রতিষ্ঠান থেকে ২০০০ টাকার পণ্য ক্রয় করেন এবং সেই টাকাটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করার কারণে মনে করেন আপনি 80 টাকা ফেরত পেলেন। অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করার কারণে উক্ত পণ্যটা পেলেন ১৯৬০ টাকায়। এটা হচ্ছে মূলত বিকাশ এবং উক্ত প্রতিষ্ঠানের সমন্বিত গ্রাহক আকৃষ্ট করার পদ্ধতি। এতে একদিকে বিকাশের প্রচার-প্রচারণা এবং গ্রাহক বৃদ্ধি হয় অপরদিকে উক্ত প্রতিষ্ঠানেরও প্রচার-প্রচারণা এবং বিক্রয় বৃদ্ধি লাভ করে |

অর্থাৎ আপনি সঠিক মূল্যে পন্য ক্রয় করার কারণে পণ্যের মালিক আপনাকে ছাড় দিয়েছে। এক্ষেত্রে বিকাশ এবং ঐ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি থাকে এবং পরবর্তীতে তারা গ্রাহককে দেওয়া এই ছাড়টা নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী ভাগাভাগি করিয়া নেয়-যা তাদের উভয়ের প্রচার  প্রসারের খরচ  বাবদ গণ্য করা হয়। তবে আমরা জানি বিকাশ ব্র্যাক ব্যাংকের সাথে জড়িত  একটি সুদ ভিত্তিক আর্থিক পরিষেবা। তাই সুদভিত্তিক লেনদেন দ্বারা  প্রকারান্তরে তাদেরকেই  সহায়তা করা হয়।
সুতরাং ক্যাশ ব্যাক পাওয়ার আশায় কোন দোকান থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিকাশ সুদভিক্তিক লেনদেন  না করাই ভালো। বরং সরাসরি দোকানদারকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করেই পণ্য ক্রয় করা উচিত এবং এটাই সবচেয়ে নিরাপদ। আল্লাহু সবাইকে ভালো রাখুন | আমিন
Link:
https://www.facebook.com/mohammedomarfaruk.omarfaruk



 |

  

শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

What is mean the meaning and understood by digital marketing

Online learning

 What is mean the meaning  and understood by digital marketing in detail:


Digital Marketing

Digital marketing means marketing using digital platforms  within digital media Facebook, Instagram, Google, YouTube ,Twitter, LinkedIn etc.  Marketing of products or services to customers through digital media is called digital marketing
Almost everyone wants to see their website on the first page of the Google search engine so that their product or service reaches more people.  It promotes to more people. 
In a word, "marketing where the audience is greatest"
And in today's  we almost all know
The base of the audience is online   on Facebook Instagram Google YouTube Twitter LinkedIn etc

Search Engine Ranking: The search engine ranking factor is the search engine ranking factor that generally ranks a website on the first page of a search engine.  We usually see that if we search on Google or any other search engine with a keyword, 10 results are displayed on the first page.